সূর্যমুখী
অদিতি চক্রবর্তী
-----------
আসলে তো সবটাই তুমি
আমিটুকু আঁচলের খুঁটে
ছক্কায় জিতে গিয়ে
যতটা চড়েছো সিঁড়ি
ঢের বেশী পিছলেছ পুটে।
আঁচলের খুঁট জানে
কতটা ভিজলে জল নিঙড়ানো যায়,
কতটুকু রোদে শুকিয়ে থাকে খটখটে
যে বর্ষা থামবার নয়
তার জল সইবার মতো
একটা হৃদয় লাগে মোটে।
আমিটুকু আঁচলের খুঁটে
চোখ মুছে ফেললেও
অঝোর বৃষ্টি ধারা ভাসায় হৃদয়
সূর্যের আলো মেখে একদিন---
সেও ছিলো সূর্যমুখী পরিচয়ে।
✍️
Aditi Chakraborty