শূন্য
অদিতি চক্রবর্তী
-------
কেউ  কেউ বলেছিলো
ভাগশেষ শূন্য মানে খেলা
গণিতের পঙক্তিগুলো
উত্তর না মিললেই 'মেলা'
সুতরাং, তারপর,
কাঁধ,জরায়ু, পায়ু উপত্যকা জুড়ে
পথের কাহিনী হয়ে
নারী মাংসের হেলেনিক ভাঁজ ফুঁড়ে
মাতৃপূজা শেষ করে
ঘাসে ঘাসে হরিৎ রয়েছি আমি ওই
সন্ধ্যাতনু আমি যেন
সামাজিক আয়না হয়ে রই।