শত্তুর
--------
রোজই সকাল দশটায় ফোন
দুধের গেলাসে মুখ
সাতজন্মের শত্তুরটার
ভিডিও কলেই সুখ।
আজ কি খেলি,কাল কি খাবি?
ঘুম এসেছে কাল?
এমন যেমন তেমন কথায়
কাটলো একটা সাল।
ছেলের খবর,বাজারের দর
হালহকিকৎ পাড়ার
দু'তরফেই চললো কথা
ইহার, উহার,তাহার।
আসল কথা রইলো চাপা
স্বপ্নে নাড়িচাড়ি
ছাব্বিশটা বছর শেষে
ইচ্ছে ঘরে দাঁড়ি।
ডানা ভাঙায় কান্না আছে
উহ্য থাকুক আঁচ
পার্বণেরই আলো ভাবি
মুঠোফোনের কাঁচ।