কিছু সুর ভরপুর,
তবু গলা বসে
কিছু ভুল, ফুল ফুটে,
বৃন্ত খসে।
তিতিরেরা ডেকে বলে,
"ডিড ইউ ডু ইট"
নদীচরে মুথা ঘাসে
শেকড়ের গিঁঠ।
কারো ঠোঁট, অকপট,
সন্ধ্যে বাজায়
কারো শব উৎসব--
নিমেষে থামায়।
নোয়ার নৌকোখানা
নীরব শো-পিস
কাজল লতায় আঁকা
শ্রাবণের বিষ।
কোনো নদী বয় যদি
জলরঙ গোলা
কোনো নভেলের ফাঁকে,
ডাকে রোমা রঁল্যা
গুটিসুটি শুঁটি ভাঙি
যুবা কবিতারা
উড়ে যাই দূরে কোনো
সমঝোতা ছাড়া।