সই
অদিতি চক্রবর্তা
------
ওই মেয়েটা এই অবেলায়
আবার কেন পাশ ফিরে শোস?
তখন থেকে ঠাঁয় দাঁড়িয়ে
তোর জানলায় এই রীতা বোস।
জানিস কালকে তোর ছবিটায়
গোঁফ একেছি, নিটোল প্রেমিক
আ-মোলো-যা, জলের ভেতর
তুই আমাতে,সেই পিকনিক--
ঝিনুক আমার মুক্তোভরা
গলার স্বরে পাগলু টোন
বুঝিস নাতো শব্দ পায়ের
কখন আসি,যাই কখন!
অভিমানে থাকিস নীরব
দরজাকবাট ভাঁজ করে
এই দ্যাখ তাও ঢুকছি আমি
চোখের পাতায় জল ভরে।
ঝরিয়ে দিবি?শিউলি খসা?
ভোর না হওয়া উঠোনটায়?
লুকিয়ে নিজেই ঠিক কুড়োবি
দেখিস্ তখন কে আটকায়!
ওই মেয়েটা এই অবেলায়
আসবি একটু প্রেম নিয়ে?
রীতা কতো আর সীতার মতো
অগ্নিপরীক্ষা যাবে দিয়ে!
ও সই তাকা,কান ধরেছি
বেলাইনেতে এক পা নয়
তুই হাসলেই আকাশপটে
নতুন করে সূর্যোদয়।