শ্রাবণ এসে ভাসিয়ে দিলো
ফাগুন দিনের উষ্ণ রাতে
স্মৃতির ঘরে বাণ এলো আর
জল গড়ালো ভাতের পাতে।

প্রতীক্ষাতে বেশতো ছিলাম
হোলির রঙে আড্ডা হবে
সেসব দিনের কথার সাথে
গসিপগুলো খুব বিকোবে।

রঙ তো দিলি চোখ রাঙানি
বেরঙ দিনের তারিখ দিয়ে
দমকা হাওয়ায় আকাশ নীলে
কালো মেঘের ঝড় উড়িয়ে।

কেনরে তুই হারিয়ে গেলি
কার পেছনে করলি ধাওয়া?
বন্ধুরা সব দাঁড়িয়ে আছি
আর যাবেকি নাগাল পাওয়া!

চেয়ারটা আজ একলা ভীষণ
তোর ছোঁয়াতেই জাগতো সেও
ঘুমিয়ে আছে সেদিন থেকে
দেয়না সাড়া হাজার ডাকেও।

তুই চিনতি সাগর,নদী
জানতে যেতিস পাহাড়,গ্রাম
ফুল,পাখি, গাছ লতাদের
ভালোবেসেই দিতিস নাম।

তোকে কতো বলার বাকী
ঘোরার ছিলো দেশ বিদেশ
মিথ্যে করে ঝগড়া করেই
অভিমানীর ছদ্মবেশ।

সবকথা কি উচ্চারণের
কান্না কিম্বা হাসিররোল?
তুই মানুষের মুখটা মানেই
ধিতাং বোলে ঢোল,মাদল।

আজকে যখন ভাবছি তোকে
রক্তপলাশ চোখ দুটো
ফাঁক গলে তুই পালিয়ে গেলি
খিলটা বোধহয় খুব ঠুঁটো!

তাড়াহুড়ায় যে দেশ গেলি
থাকিস স্বাধীন, ইচ্ছেধারী
আমরা কেবল দূরের থেকে
সঙ্গে আছি বলতে পারি।

হাপিত্যেশ দাঁড়িয়ে আছি
বন্ধুরা সব সানডে ক্লাব
উত্তর দিস সময়মতো
সব আড়িতে দিলাম ভাব।

উত্তর দিস সময়মতো
তোর
সব আড়িতেই দিলাম ভাব।
@অদিতি