তুমুল বৃষ্টি হয়েছে একটু আগে
একটা নরম গন্ধ
একটা ঘোমটা ঢাকা মুখ,তুলসীতলা,
সন্ধ্যা প্রদীপ দুলছে চোখের সামনে
বাতাসে পাল্লা দিচ্ছে মুরগীর মাংসের গন্ধ
আর শাঁখের ফুঁ
তুমি চলে গেছো বহুদিন,নাগালের বাইরে
অগুনতি টুকরো ভয়ের কোলাজ সাজিয়ে
শহুরে রাত নেমে এলো
একটু হেঁটেই পৌঁছে গেলাম
তোমার বন্ধুর এলোচুল ভাঙার লিচুর বাগানে
রূপকথার আয়ু স্বপ্নের শেষ  সীমা ছুঁয়ে গেলে আমাদের শিরচ্ছেদ হোক।