আলসেমি ভরা গল্প জমেছে শিলিং জুড়ে
সুখ রয়েছে আলমারিতে ন্যপথা মুড়ে
সোডিয়ামের হলুদ আলোয় ভাবছি মেয়েবেলা
জীবনের কাছে জীবন চেয়ে জুটেছে অবহেলা
তোমায় পেলাম যত্নে কেনা গোপন খেলাঘর
নিজের ভেতর পাথর ভেঙে উঠেছে ধুলোঝড়
বুকের ভেতর শব্দকোষে কষ্টস্রোত বয়
ভালোবাসায় দামী করেছি নিশ্চিত পরাজয়
মনের দেরাজ খুলতে দেখি টুকরো টুকরো তুমি
অহমিকা ভেবে অক্ষমতার শরীরও ঝুমঝুমি
চলে যাওয়া শেষ কথা নয় বরং বেপরোয়া
নিমজ্জিত সিপিয়া রঙ আলো আলো, ধোঁয়া ধোঁয়া
আজকাল তাই বিশ্রামকেও শ্রম ভাবি মাঝে মাঝে
পলায়নপর বেঁচে থাকা যেন ঠিকানার খোলা ভাঁজে
কিছুটা সময় লিখে পাঠালাম স্বচ্ছতম জলে
ভুলে যাওয়া বড়ো অনিবার্য, টিকে থাকবার দলে।