মাঝে মাঝে হদ্দবোকা ভেজা কাকের মতো আলোর কাছে নিজেকে নিয়ে যায়
যদিওবা একটু ডানা শুকোতে থাকে
এরপর আবার নিয়মমাফিক বৃষ্টির হানাদারি
আসলে একটা গোটা জীবনে বুঝে ওঠা গেলোনা কতোখানি ছানা রসে ডুবলে রসগোল্লা
বা ক্ষীর কতটা পাকালে সেটি ক্ষীরকদম।
হদ্দবোকা আলো মাখতে চায়
আলেয়ার দিকে এগিয়ে যায়
ক্রমে ফুরিয়ে যেতে যেতে
হিসেবের গরমিল বাড়িয়ে ফেলে
বাড়ায় অলিখিত আর্তনাদ
বর্ণমালার শ স ষ কোনটি যে আত্মঘাতী!
হদ্দ বোকা একজীবনে বাঁচতে চেয়ে
বাছতে যেয়ে, এককোনার উচ্ছিষ্ট।
খবরদার, তোমরা কেউ তার স্বজীবনের
সজীব মনের হিসেব মেলাতে চেয়োনা।
-----শ্ শ্ শ্ শ্ শ্
অদিতি চক্রবর্তী