সত্যি মানুষ
~~অদিতি চক্রবর্তী
---------
সত্যি মানুষ, তুমি যখন
মনমুকুরে মুখটি আঁকো,
জানি তখন মজায় তারা
মজা নদীর বাঁশের সাঁকো
তবুও মানি, শ্যাওলার দল
পায়ের পাশের জলকাদাতে,
হাসবে একটা সত্যি হাসি
শালুকের ওই ঘরবাঁধাতে
মিথ্যেরা সব নিজের মতো
ইঞ্চি টেপে, ছক মেপে যায়,
কচিৎ যদি সেই ছকেতে
সাদা বকের পা ডোবে হায় !
সত্যি মানুষ দু'খান হাতে
রাজার মতো অভয় দাও
আমরা জানি রাতের গল্পে
ভেজে বালিশ, ওয়াড় টাও ।
যখন তোমার ফুল বাগানে
রঙবেরঙের মুখের ভিড়ে
মুখোশ আঁটা মিথ্যে মানুষ
পিছিয়ে যাবে পেছন ফিরে
সেই দিনটা আসবে বলে
প্রার্থনাতে দু'হাত বাঁধি
সত্যি মানুষ রোদ্দুরই তো
পিছলে গেলে চেনায় আঁধি।