একটুখানি শরৎ আকাশ তোমার
একটুকরো আমার অনাবিল
তোমার জন্য শিউলি ঝরা সকাল
আমার আকাশে সোনালী শঙ্খচিল
কাজল দিলাম জল থইথই চোখে
কাশের বনে বাড়িয়েছি দুই ঠোঁট
পদ্মদিঘীর নিষেধ কুড়োয় শিশির
ফুলে-পাতায়- ডাঁটায় একজোট।
এই নিঝুমে তোমার দাবী মেনে
মাখছি শরৎ জ্বরকাতুরে বুকে
ঘরোয়াসুলভ পালক নরম দিনে
মেঘমালতী জমাচ্ছি সিন্দুকে
ঘুম নেশাতুর অলীক কথকথায়
নীলের ভেতর গোপন পুষেছে চোখ
উসকে দিতে মেঘের বাতিল শরীর
পেখম মেলছে কায়দারত স্তাবক।
কমলা মায়ার ছায়াপল্লবে মাখা
ধূসর বিকেলে মেহেদি আস্তরণ
জাগালো আকাশ ভাসালো অচিনপুর
বাবুই বাসায় রাত কুয়াশার রঙ।