ঝিনুক দিয়ে নাম লিখছি বালি
নোনাজলের ঢেউ মুছে দেয় খালি
হন্যে হয়ে ছুটছি বালুকাবেলায়
লুকিয়ে লেখা নামখানি না হারায়
শুধুই কি নাম? সেইসাথে তো হৃদয়
যেটুক বেঁধে আছে স্মৃতির আলয়
হাঁটা পায়ে পেছন দিকে হাঁটি
সেই সেদিনের ফাগুন ছিলো খাঁটি
পলাশ,শিমূল বেদম লালে লাল
সুপ্রভাত রোজ জানাতো সকাল
কিন্তু সেদিন সাগর ভাসায় নি তো
আজ ডাকলো যখন নিমের তেতো
জিভ পুড়িয়ে বিচ্ছিরি এক ঘা
কিন্তু আজও ভেজালেই দরজা
ফিসফিসিয়ে দুগ্গা  আওড়ালো
আপন ছাড়া কেইবা বলে বলো!
নামটির হোক ঢেউ এর সাথে আপোষ
দোহাই সাগর একটু থিতু হোস।

🖋️
Aditi Chakraborty