শাপের বেশ
-------অদিতি চক্রবর্তী
-----------------------
দিন বলে যায় দিন বদলের গল্পটা
এক ফোঁটা নীল পাংশু হবার
আদর পেলেই একটু কাঁদার
মেঘলা দিনে রোদ মুছবার অল্পটা।

রেলিং শোনে টাপুরটুপুর শ্রাবণ স্নান
অমা-রাতের ব্রাত্য আলো
বুক পুড়িয়ে তেল ফুরালো
প্রদীপ খানির ঝিম ধরানো মাটির গান।

যজ্ঞডুমুর চওড়া পাতায় রোদ রাখে
রঙ খেলে যায় বুদবুদে
মস্ত আশার অর্বূদে
গরাদ ধরে মেয়ে দাঁড়িয়ে চাঁদ মাখে ।

ছাই হয়েছে কালকের যা ঐশ্বরিক
সব পাখিরা গান জানেনা
সব কুহকে লোক ভোলেনা
গান শেখালে শালিক,চড়ুই গাইত ঠিক।

আজকে বুঝি সব ঠিকানা তাসের দেশ
সন্দেশখালি এক বালাই
অন্ধ চোখের সন্ধ বাই
মেয়ে জানলো নারীজন্ম শাপের বেশ।