তোমার জন্য রঙ কিনেছি
নীল, হলুদ আর ক্রিপসি রেড
চুলের কাঁটা,কানের দুলেও
মেজেন্টা আর মভের শেড।
তোমার জন্য হলুদ বিকেল
একটা গোটা ফুলের বন
গুছিয়ে রেখে মার্সিডিজে
রোজই বসি অনেকক্ষণ।
তোমার জন্য মশকরা আর
পাপড়ি চাটের মশলাদার
ছটফটিয়ে বুকের মাঝে
জৌনপুরিয়ায় বাজায় সেতার।
তোমার জন্য ফজলি আমের
হিমসাগরে চুপটি ডুব
তুমুল বেগে জংলি ঝোড়া
পুকুর খুঁজে খায়ও খুব।
তোমার জন্য রঙ কিনেছি
রঙ্গবতি আমার 'তুই'
মুখ ফুটে তাই হয়নি বলা
মনের কথা মনেই থুই।