কেবলমাত্র তোরই যাওনা নেই রণজয়
ফিরে ফিরে আসা আছে
পাতাঝরা দিনে সব গাছেদের
লাল,হলুদ উৎসব
লালটব উপচে একমাথা বেদম সবুজ নিয়ে তুই হাসছিস
বাতাস কাঁপিয়ে ভাসছিস
সেই মরা নদীটার কথা তোর মনে আছে রণজয়?
নুড়ি কুড়োতে কুড়োতে যার শ্বাসের শব্দ শুনেছিলাম
সাগরে যাবার আগেই শুকিয়েছিল।
তুই বলেছিলি, চল আমরা নদীটাকে পাহাড়ের বুকেই আটকে রাখি
সেই নদীটা সেদিন থেকে তোর আসার দিন দাগিয়ে যায় ক্যালেণ্ডারে
পেছন থেকে আসতে থাকিস তুই
ভাদ্র, শ্রাবন হয়ে আষাঢ়ে।
----------
যতোবার ভাবি, না না তুই নস্
আজ শুধু রণজয়
বেশ হবে একে একে চুঁয়ে চুঁয়ে ছুঁয়ে যাবো
ঠোঁট,গ্রীবা, বুক তলপেট
আর তারপর, দোল খাবো শাখাপ্রশাখায়
ততোবারই ঘুম ভেঙে যায়
চোখ মেলে দেখি,সবকিছু একই
এমনকি তোর আঁশ গোটা গায়ে লেপটেছি
জানিনা কখন আনমনে
তৃষ্ণার বসবাসে তুই,
রণজয় থাক তবে কবিতা যাপনে।
-------
তবুও তুমিই রয়েছো পাশাপাশি
প্রতিবার পেছন ফেরার সময়
ভেবেছি অন্য  মুখ
রোমাঞ্চকর অসুখ
কিম্তু হায়,আজও ভাবায়
গড়ন,চলন,বাকচাতুর্য
অন্য আঁকে আঁকা সে সূর্য
রণজয়ে তুমিই ভালোবাসাবাসি।