১)
তুই পুরুষের মন বেঁধেছিস
ছোট্ট টিপের ললাটে
যেমন করে রূপকথারা
চুপটিতে লাল মলাটে।

২)
পুরুষ তোকে লুকিয়ে রাখে পদ্যে
কাব্য যাপন তোর সাথে রাতভর
আদর আঁকা পটলচেরা চোখে
লুকিয়ে রাখা কলঙ্কভার তোর।

৩)
পুরুষ তোকে খুঁজছে শাড়ির ঘ্রাণে
ভালোবাসা জানায় কানে কানে
তুই পুরুষের রঙবোতলের চাষে
নিকোটিনের ধোঁয়ার অভ্যাসে।

৪)
নারী পুরুষ রাতদিনেতে
একলা থেকে দুই
বানভাসি এক আস্ত নদী
প্রেমসায়রে থুই।

৫)
পুরুষ তোকে শাড়ি দেবে,গয়না দেবে
যদি তুইও মেলাস
হ্যাঁ তে হ্যাঁ
নইলে চাদর, বালিশ জেনে যাবে
নারী তোর ওই গয়নাগুলি দগদগে এক ঘা।
৬)
তুই পুরুষের মন ভেঙে দিস
পালটে পরিস্থিতি
সময়রাজা কেবল জানে
যুগের রীতিনীতি।

~অদিতি