আষাঢ় এলে পুণ্যিপুকুর ডুবকি দিয়ে সঙ্গোপনে
ঘড়ির কাঁটা ঘর পাল্টে জ্বর আঁকে আপন মনে
আজকে বুঝি সোজাসুজি দেহাতি রাতেরা ভেজে
অভ্যাসে ফুল,বেলপাতা,মাংসাশী দাঁতে সেজে
বৃষ্টির আঁচ, জানলার কাঁচ ভাঙে যদি
আমাকে রেহাই দিও ভিনদেশী নদী
সীসে ভরা পাঁজরে গাঁথা অবসাদ
আনকোরা চাঁদে জুজুবুড়ি স্বাদ
দাগিয়ে শাস্তিযোগ্য সব ত্রুটি
তুমিও তো নিতে পারো ছুটি
চেনা সুখে অসহ্য ঝুটো
খুলে আদরের মুঠো
বিষন্ন ক্যানভাসে
মুখড়া বাতাসে
ছাপোষা মুখ
আত্মসুখ
ভাসাই
যাই।