অনুভবের গভীরে ঝড় ওঠে
মন ছুটেছে পাগলা ঘোড়ার মতো
দুঃখ,দৈন্য তোমার গানেই করি বিসর্জিত।
মনপবনে মনের বাতাস ভারি
পথ হারালে ঝড়বাদলে,বৃষ্টিপাতে
জাপটে নেবে দীর্ঘদেহী গীতবিতান হাতে।
কষ্ট আছে,থাকুক অন্তরালে
অবসান চেয়ে গুরুপাক হতাশার
তোমার স্পর্শ ব্যথাবিন্দুতে ছুঁয়ে দিই আবার।
সবটুকু আজও হারায়নি কবি
এখনও ঢেউ এর মুঠোয় হাসছে প্রদীপ
শ্যাওলা ও ঝিনুকের দল সাজায় অন্তরীপ।
ছিঁড়িনি পুরোনো পাণ্ডুলিপি
নিত্যদিনের নৃত্যযাপনে তুমিই সঠিক
সূর্যের আত্মীয় সূর্য শপথের পারিপার্শ্বিক।
উর্বরা করেছো বন্ধ্যা চারা
একটানা শ্বাস ঘষাঘষির ইচ্ছেমতো
প্রিয় ওগো ভানুসিংহ, এ আমার শুভেচ্ছা পত্র।