পৃথিবী সুস্হ হলে
অদিতি চক্রবর্তী
------
যাবতীয় হিসেবের খাতা
একে একে ওল্টাবো পাতা
কারো বাড়ি যাবো বিনা ডাকে
কারো গাছে অকারণে ঢিল মৌচাকে।
এই অব্দি তুলে রাখা তালিকাকৃত
এইসব শেষ হলে একে একে মৃত।
তারপর,
চলে যাবো কোনো এক সকালে
পৃথিবী সুস্থ হলে।
জানলার একঘেয়ে গল্পেরা কবে---
ভুলে গেছে গোধূলিতে দিন শেষ হবে
এইসব মিটে গেলে তোমার চিবুক
পাঁজরকে ভেঙেচুরে ছোঁবে ধুকপুক
মুখোমুখি হবো ঠিক নাগরদোলায়
তুমি অবাধ্য হবে,আমি আতিথেয়তায়।
তারপর,
চলে যাবো জানলা,কপাট খুলে দিলে
পৃথিবী সুস্থ হলে।
আজকাল মাঝে মাঝে জ্বর আসে জানো?
ভালো আছি বলে শুধু তোমায় ফেরানো।
রাস্তায় হাঁটে দেখি হাসিমুৃখো ছেলে
অল্পবয়সী তাই বেশী কথা বলে।
ইদানীং শোনা যায় পেছল এ দিন
আলাদিন ছেড়ে গেছে প্রদীপের জিন।
তারপর,
চলে যাবো তোমার মতের মিলে
পৃথিবী সুস্থ হলে।
বলো তুমি কাছে গেলে হবে উদযাপন?
নাকি সাজ বদলাবে কথপোকথন!
বিগত এ আঠারোমাসে জব্দটাও বেশ
ভ্রমণের দলছুট ঘোড়া অন্য দেশ।
ছোটোখাটো সংলাপে বিনা ডাকে যাবো
বন্ধচোখের পাতা দু'হাতে সরাবো
তারপর,
চলে যাবো পরিচিত ফণার ছোবলে
পৃথিবী সুস্থ হলে।