তুষার দিঘীতে খেলছে গোধূলী আলো
হিমেল বাতাস বইছে অগোছালো
পদতলের হিমকণা জেরবার
নীরবতা জিয়ে রেখেছে চারিধার।
তুমি সুন্দর ভাষাতীত সুচরিতা
তোমাকে জেনেছি স্বপ্ন মানসী মিতা
কঠিন কথার মোড়কে রেখো বেদনা
কখনো বিদায় তুমি যেন চেয়োনা।
দিয়েছি তোমায় যেটুকু ছিলো আমার
দিতেই পারো পছন্দসই বাহার
ছোট্ট বাসাতে থাকতেই পারো সোনা
কখনো বিদায় তুমি যেন চেয়োনা।
স্বপ্ন আমার গড়েছি ধাতব পাতে
গোলাপের ডালি ঝুলিয়ে দিয়েছি তাতে
স্বর্গ, মর্ত্য, তোলপাড় মৌসুমী
প্রতীক্ষাতে দাঁড়িয়ে, আসবে তুমি
শক্ত মুঠোয় হাত রেখো মৌতাতে
পদবী বদল চাই প্রিয়া সেইসাথে
চুলের রঙটা বাদামীতে বেশ লাগে
দোদুল বেণীতে ভালোবাসাবাসি জাগে।
****************************
Lyrics
Twilight on the frozen lake
North wind about to break
On footprints in the snow
Silence down below.
You're beautiful beyond words
You're beautiful to me
You can make me cry
Never say goodbye.
Time is all I have to give
You can have it if you choose
With me you can live
Never say goodbye.
My dreams are made of iron and steel
With a big bouquet
Of roses hanging down
From the heavens to the ground.
The crashing waves roll over me
As I stand upon the sand
Wait for you to come
And grab hold of my hand.
Oh, baby, baby, baby blue
You'll change your last name, too
You've turned your hair to brown
Love to see it hangin' down.
Written by Bob Dylan • Cop
বাংলা অনুবাদক অদিতি চক্রবর্তী