Lyrics
I'm getting weary looking in my baby's eyes
When she's near me she's so hard to recognize.
I finally realize there's no room for regret,
True love, true love, true love tends to forget.
Hold me, baby be near,
You told me that you'd be sincere.
Every day of the year's like playin' Russian roulette,
True love, true love, true love tends to forget.
I was lyin' down in the reeds without any oxygen
I saw you in the wilderness among the men.
Saw you drift into infinity and come back again
All you got to do is wait and I'll tell you when.
You're a tearjerker, baby, but I'm under your spell,
You're a hard worker, baby, and I know you well.
But this weekend in hell is making me sweat,
True love, true love, true love tends to forget,
True love, true love, true love tends to forget.
I was lyin' down in the reeds without any oxygen
I saw you in the wilderness among the men.
Saw you drift into infinity and come back again
All you got to do is wait and I'll tell you when.
You belong to me, baby, without any doubt,
Don't forsake me, baby, don't sell me out.
Don't keep me knockin' about from Mexico to Tibet,
True love, true love, true love tends to forget.
Written by Bob Dylan • Copyright
***★*******★******★*********
প্রিয়ার চোখে চাইতে কেনযে গা হয়ে যায় হিম
দেখলে এমন ভাব করে সে দেখেনি কোনোদিন
বুঝতে পারি ছিলোনা আপোষ কিম্বা অভিমান
সত্যি ভালোবাসা কি কেবল ভুলে থাকার ভান?
জড়িয়ে রেখো প্রিয়া আমায় আবেগের বাহুডোরে
বলেছিলে তুমি ভালোবেসে যাবে নিজের মনে করে
দেখো আজ আমি লাটিমের মতো দিনমাস লবেজান
সত্যি ভালোবাসা কি কেবল ভুলে থাকার ভান?
শ্বাসবায়ুহীন শরশয্যায় ছিলাম প্রায় নুয়ে
মানুষের ভিড়ে তখন তুমিতো দস্যুতা ছুঁয়ে ছুঁয়ে
দেখেছি তোমার অসীমের মাঝে যাওয়া এবং আসায়
আমি জানাবো কখন প্রতীক্ষা শেষ অনাহুত ভালোবাসায়
তুমি আমার প্রিয়া এতে কোনো সন্দেহ নাই আর
দূরে ঠেলে দিওনা আমায় তোমাতে মেনেছি হার।
আমার নিয়ে আর খেলোনা,কোরোনা অসম্মান
ভালোবাসা সত্যি হলে কি ভুলে থাকার ভান?
বাংলা অনুবাদক অদিতি চক্রবর্তী