Lyrics as recorded by Bob Dylan & (Johnny Cash, Columbia Studios, Nashville, TN, Feb 18, 1969.)
Transcribed by Manfred Helfert.
At my door the leaves are fallin',
A cold wild wind will come.
Sweethearts walk by together
And I still miss someone.
Oh, I never got over those blue eyes,
I see them everywhere.
I miss those arms that held me
When all the love was there.
Wonder if she's sorry
For leavin' what we had begun.
There's someone for me somewhere
And I still miss someone.
Never got over those blue eyes,
I see them everywhere.
I miss those arms that held me,
When all the love was there.
Wonder if she's sorry
For leavin' what we'd begun.
There's someone for me somewhere And I still miss someone,
And I still miss someone.
**************************
পাতা ঝরে যায় খোলা দরজায়
তীব্র শীতল ঝড়ো বাতাসে।
পাশাপাশি জুটি বুঝি হেঁটে যায়
তবু সে হারায় প্রতি নিশ্বাসে।।
সেই নীল চোখ ভুলতে পারিনি
নজর করেছি সবখানে।
ধরে থাকা সেই হাত দুইখানি
অনুপল মরে হার মেনে।।
আমাদের শুরু একসাথে ছিলো
হতবাক আমি, সে ছাড়লো ঠিক।
দুঃখ সেও কি এতোটুকু পেলো !
কেউ তো রয়েছে আমার দিক।।
জুটি আজো হাঁটে পাশাপাশি পায়ে পায়ে
হায় আমি তাকে ফেলেছি যে হারায়ে!!
(বাংলা অনুবাদক - অদিতি চক্রবর্তী)