হৃদয়ের একমুঠো পোড়া ছাই
জল, মাটি,কাঁদা মেখে পুতুল গড়াই
দুটি পাতাভরা চোখে খিদে রাখি
পেট থেকে খাবলে নিয়ে
কানে কানে পাঁচ কথা মাথা নেড়ে বলে ফেলি
রঙের প্রলেপ দিতে ইনিয়ে বিনিয়ে।
মুখ থেকে চুরি করি সবটুকু সুখ
পায়ের পাতার থেকে টুকিটাকি ভুলচুক
আলতো তুলির টানে ঝেড়ে ফেলি গলি রাস্তায়
পাঁজরের সস্তা খাঁচায় পুতুলও মেলে ধরে যতো জাগতিক
পোড়া ছাই খসে যায়
আমার নাছোড় দাবি তখনও জুড়তে থাকে
পুতুলের নাচে কান, কানে লেগে থাকা স্বর,
স্বরচিত বেসামাল দিক।