তোমার কথার মাঝে
চোখে,ঠোঁটে, কানের লতির ভাঁজে
নগ্নতার আরো রঙ মাখতে থাকি এরপর।
বরং জীবিত আছি এতটুকু জেনে
তুমিও জানাতে চাও খবরাখবর।
আমার জলসায় শ্বাপদের ঢক্কানিনাদ
হাতের গ্লাসের জল চলকে ওঠে
ঝড়ের উথাল তুমি কখনো বোঝোনি কালাচাঁদ।
অথচ সেদিন ছিলো শেষ পাতাটির বৃন্তচ্যুত ক্ষণ
সবপাখি চলে গেছে সুপ্রাচীন অরণ্য ছায়ায়।
তোমার কথার মাঝে একা এক শিশু সাপ
খেলা শেষে ঝাউবনে, বিষ উগড়ায়।
বহুবার আগেও ঘটেছে,ঠিক এ'রকম
অসুখ জেনেছে শুধু জানলাটুকুই
কেননা জানলা জানে বিগত হাওয়ারা
খননস্মারকে রাখে দোলায়িত যুঁই।