মুছে গেছে আজকাল সব চেনা রঙ
ক্যামেরা,অ্যাকশন আর রিপ্লে, রিমেক
এই যেন ছুঁয়ে ফেলি ওমনি উধাও
দুই- দুইয়ে এক, বাঁয়ে শূন্য অনেক।
বিছানা ছেড়েছি দেখে শুয়ে আছে রোদ
কালকের যোগ-ভাগ খাতা খুলে লিখি
নদীটা ঘরের থেকে দুই ক্রোশ দূরে
তারই মাঝে আঁতুরেতে কালবোশেখী।


পাথরের খাঁজে খাঁজে ইতিহাস কত
কারা যেন সেখানেও বাড়িয়েছে থাবা
মুছে গেছে আজকাল সব চেনা রঙ
একে একে দুই মানে ভুল হয়তোবা!
স্মৃতিরা পাঁশুটে চিল চলমানতায়
জল ক্ষত চোখ চায় শিলালিপিটায়।