মৎস নিদ্রায় নিঃস্বতা ভাঙি রোজ
ধরেছি আদিম ভ্রূণসজ্জার বেশ
মাতৃগর্ভে সহজে রপ্ত করা
লজ্জাবিহীন গুটিসুটি ঘুমাবেশ॥
ইশারার ভাঙচুরে ত্রুমাগত প্যাঁচ
ফাঁপড়ে পড়েছে দৈহিক কলকব্জা
অকারণ পরিচর্যিত হেঁয়ালিভাষা
নিরুচ্চারে বইছে জখম মজ্জা ॥
আমাদের কী সুখী সময়ে বাস?
বলতে পারি সময় নিয়ে কথা?
বিশ্বাসে নিই উপলব্ধির শ্বাস?
নেই কোনো আহ্বানের জটিলতা!!
আমি টা এখানে আমরা নিয়ন্ত্রণে
চোখ বুলাই চিন্তাতীত অনুশীলন
সন্ত্রাসবাদ সশব্দ অভিপ্রায়ে
ভাবীপ্রজন্মে সংগ্রামশীল যাপন॥


যুদ্ধ হাঁটে, যুদ্ধ ওড়ে, বাতাসেতে আজ বারুদ
বহতা সময় জায়মান, আসল ফাটকা মাসুলে সুদ।।