বৃষ্টি পড়ে টাপুর টুপুর
আমার তাতে কি
মেঘ মেয়েকে কাঁদতে দেখে
কান্না চিনেছি
বৃষ্টি হলো আকাশ চিঠি
মাটির ঠিকানায়
অশ্রুধারা,ফল্গুনদী
নীরব ভেসে যায়।
ভাসুক জলে ভাসুক মাটি
ভাসুক চরাচর
তুমি আমার বুকের মাঝে
বন্যা ডোবা ঘর
আয় বৃষ্টি যায় বৃষ্টি
পায় বৃষ্টি চোখে
জল ঝরে তাই
নাই দেখা হোক
ভাবল কি কোন লোকে।