নিজেকে ভাবলে শাঁখ, কতখানি বাজে?
বিধিসম্মত কাঁপা কান ছুঁয়ে যায়?
অচেনা একটি রাতে পরখ করি
ভালোবাসা ডুবে গেছে ইঁদারায়।
ঘুমিয়ে যেতে বেশ রাত হয়েছিলো
শ্রাবণকে বলা ছিলো রোদ সেঁকে নিতে
চেকশার্টে ধনেখালি একপাতে খেয়ে
হাসি গান ভুলেছিলো শেষদিকটাতে।
নিয়নের হাতছানি ডাকলো ভাগাড়
ভাবনা এলেই টেনে ধরতো ফাটল
সব ফুঁ এক হয়ে নীরবে বেজে
স্বপ্নবুনটে আজ কবিদের দল।
ফর্দ মিলিয়ে চলে ছিঁড়কুটি খেলা
মুঠোর বোতামে জামা, মেঘ বন্ধুর
ভাতের চাহিদা থেকে রাস্তায় টান
নদীর ভেতর ডুবে ডুবো শত্তুর।
ছাইদানিটায় জমে আলুথালু
দোষ
একপাশে তুলে রাখি বিষাদের ঝাঁপ
আজ শেষবার বুঝি বাজবে চূড়ি
শব্দভেদী বাণে চেনা সংলাপ।
তোমাকে দেবার মতো কিচ্ছুটি নাই
ফাঁকি দিয়ে চলে গেছে বাহারি জাতক
জাদুকর সেজে যদি সব চিনে নিলে
এই দ্যাখো আমি তবে হিং ক্রিং ফট্।