শীত জমেছে নকশিকাঁথায়, শীত জমছে গানে
শীত কমাতে হাবুল,টুবাই রোজ তাই কাকস্নানে
শীত জমিয়ে কড়াইশুঁটির শরীরখানি খাসা
কমতে থাকে শীতের ওজন ঢুকলে লেপের বাসা।
শীত জাগলে পশমী নরম উলের গোলা কমে
হলুদ গাঁদার ভালোবাসা জমাট সরগরমে
বারান্দাতে শীতকাতুরে বুড়োর খিটমিট্
দাওয়ায় বসে ফুলবড়িরা শুকিয়ে নিচ্ছে পিঠ।
পুলিপিঠের খেজুর রসে দারুণ হুটোপুটি
পরীক্ষা শেষ, টুবলু পেলো বড়দিনের ছুটি
বাগানজুড়ে পরীরানির রংবেরঙ এর পোষাক
ইশানকোনের নীল ফুলটার লাল হয়েছে নাক।
উনুন,কড়াই বেজায় দেমাক,ও বলে আমায় দেখ
কালিয়া আর শুক্তানিতে ধনেপাতা ঝিনচ্যাক
শীত কাঁপছে, শীত লিখছে শীতের সাতকাহন
দাদুর এমন হাঁপের ব্যামো প্রাণ জানি যায় কখন!
দীপার ফোনে শীত বসেছে,রিংটোন তাই কুল
পার্ক জুড়ে চলছে তুফান বেঞ্চও হাউসফুল
দুইটি কেবল হলুদ পাতা শীত ধরেছে গা'য়
শূজনি,কাঁথা রোদ সেঁকছে, রাত খেলবে তায়
বইমেলাতে শীতের বিকেল হরেক কিসিম বই
ছাত্রবন্ধু খুঁজছে রাহুল কিন্তু কোথায় কই?
ফি-রোববার চড়ুইভাতি খাচ্ছি দমে ভাই
জিভের আগায় শীত কামড়ায়,কমলালেবু চাই
আগুন পোহায় রাখাল বালক তাপ্পিমারা জামা
সব লেখা শেষ দোহাই ও শীত এবার কলম থামা।