টেস্টোস্টেরণ লম্পট ভারি,
তীব্র তার লালসা
নর-এপিনেফ্রিন এর
অধিক ক্ষরণ অকারণ ভালবাসা
ডোপামাইন আর সেরোটোমাইন
কবিতার জলসেচ
অক্সিটোসিন, ভেসোপ্রেসিন
পাতা পিচে সেফ ম্যাচ ।
এদের মাঝে ডোপামিন
গোলমাল
করে মন
মাতাল করা ভালবাসা
জোগায় এ হরমোন
সেরেটোনিন কম
হলে ভাই
সন্দেহী আর মেজাজী
প্রেম আসলে নিউরো হরমোনের কেমিক্যাল
কারসাজী ।