তিনটে শালিখ সদ্য ওঠা ডানার তেজে বাইক চলে
ট্রাফিক পুলিস ঘাড় ঘোরালো শ্লিভলেস যায় শপিং মলে
পথ চলছে যে মেয়েটা বাপের বাড়ি দুলকি চালে
হা হা হি হি একনাগাড়ে বকবকিয়ে বেভুল বলে
লাইনে দাঁড়ায় রেশন দোকান,কবিতা খাতার পাতাও খোলে
এই মেয়েটার দিনও কাটে উনিশবিশে ফারাক হলে
কিন্তু মেয়ের চোখ ফেটে যায়, চোখ টাটানোর অসুখ এলে
দুই হাতে তার অস্ত্র তখন, মা দুগ্গা সে, আগুন জ্বলে
এ্যাই মেয়েটা,ধন্যি মেয়ে, তুই কি আমার পাশের বাড়ি?
নাকি তুই ও সুযোগ পেলে মুখ ভেংচে দেখাস্ আড়ি!