চাঁদ দেখে গলে গেলো পলাশের রাঙা হাসিমুখ
সূর্যদহন শেষে আলোদের আলপনা সাজ কেটে
ষড়ঋতু জমা দিলো চিবুকের টেরাকোটা, শীতের অসুখ।
স্মৃতির কাপড়খানি বহুদিন বাদে পাট ভাঙি
মনে পড়ে গাজীভাই একদিন গান গাওয়া বর্ষায়
উড়ে গেলো নীল খাম।
পৃথিবী পাল্টেছে কে না জানে,খেয়ালই করেনি!
যারা ছিলো ডাকাবুকো সজোরেই বলেছিলো
আলোর নাচন যার ঘুঙুর খেলায়, সেই বুদবুদ
কাজলের ভরা চোখে নদী বিয়োগের নাম।
জোছনায় এই ভালো,
জল কারিগরি ঝাউ আফ্রোদিতির আরাধক
ঝুমুর ঝুমুর হাওয়া,বুকে সিদ্ধপিঠ
মোৎজার্ট, কবিতার বাড়ি,পেট্রা,পানাম নগরে হাঁটে
অজানিতে অকারণ সেতারবাদক।