রোদ্দুর রোদ্দুর
বল্ আর কদ্দূর
কতখানি ছায়া পেলে
খোলা চুল ঘুরঘুর?
রোদ্দুর রোদ্দুর
সামনে অচিনপুর
জারুলের মায়া ঘেরা
অমলতাসের সুর।
রোদ্দুর রোদ্দুর
প্রেম মাখা ভরপুর
চোখ দুটি চাইছে
নাইতে সমুদ্দুর।
রোদ্দুর রোদ্দুর
বয়সটা নেশাতুর
ফুচকা আলুরচোখা
টকঝাল আমচুর।
রোদ্দুর রোদ্দুর
চেয়ে থাকি তদ্দুর
যেখানে জানলা খোলা
পর্দারা ফুরফুর।