সম্পর্ক যাপন মানে ছায়া বদলের হাঁটুজলে নাচ
এইসব আকছার ভাবি আজকাল
তোর দীনতার দিকে যত পাড়ি গাল
শব্দেরা গায় গান মেঘ মোহানায়
ছাইচাপা ইচ্ছেরা সাবলীল খায়
গাঢ়তম রাত জানে বন্দরে কোনদিন ডুবেছে জাহাজ !
কয়েদি চোখের মাঝে জালবোনে ঘোলাটে চোখের অসুখ
হৃদয় ঝরে ভেজায় চোখের পাতা
কিযেন লুকিয়ে তোর কৃশ নীরবতা
আমার আমিতে তোমার তুমিতে
পাখিরালয়ে ভাঙা ডানা ঝাপটাতে
আমাদের ক্ষয়ক্ষতি সময় মিলিয়ে নিয়ে গুনেছে চাবুক।
এক-দুই-তিন করে বকুলের মালা পড়ে গুনে চলি দিন
জবাব আসে আজ হবেনা থাক
শেষ কবে যেন পাঠিয়েছিলিস্ ডাক
রাতশহরের নির্ঘুম কানা গলিতে
বাঁ'হাত পেঁচিয়ে ঘূণধরা কাঠখুঁটিতে
স্নানঘাটে শালুক ফুটেছি, মৃত্যুর 'উ' নিয়ে তুই উদাসীন।