শ্রীপল্লীর এতো নতুন কথাটি নয়
তখন বোধহয় হাঁটিহাঁটি পা'য় পা'য়
মা পালাল কাকুর সাথে
কত হৈ হৈ জটলা রাতে
আস্তাকুঁড়ে ছেলে পেল আশ্রয়।
সব ছেঁদোকথা দুই হাতে ঠেলে
সুশীল আনল ছোট্ট সে ছেলে
জবাবদিহি তলাস জারি
নিয়মমাফিক বালিয়াড়ি
সব খোঁদলের মাটি দিলো শাবলে।
লোভের মতো রিপুতো আর নাই
জমির বুকে বীজ বুনলেই তাই
মাটির নরম গা'ও ছমছম
হোরিয়ালি হতে হলুদের যম
ঝিনুকের পেটে মুক্তার আসনাই।
মধ্যরাতে চাঁদ ঢলে যায় দিঘীর কোলে
মধ্যরাতে চাঁদ গলে চায় ঘুম আঁচলে
স্নেহের চরে হাড়হিম মাঠ
পুন্নিমে রাতে রাঙে হাড়িকাঠ
একশত বলি চড়ল মাতৃ-আদেশ বলে।
ক্ষীণ দীপালোক,ধিকিধিকি হোমকুণ্ড জ্বলে
পাত্রে জমানো শিশুর রক্ত, রক্ত লেগে ত্রিশুলে
সুশীল অঘোরী মন্ত্র জপে
পিশাচ সিদ্ধ শরীর তপে
পূজার পাথরে উপুড় কি শান্ত শুয়ে ছেলে !!
ধীরে ধীরে শবাসনে বসে হিং ক্রিং ফট্
পাশে বাদুরের কঙ্কালে ধনেশের ঠোঁট
শিয়ালের মাথা, উরুর হাড়
বীর্য মেশান মদ ভাণ্ডার
শবাশ্রিত প্রেত শিশুটি মটকাল ঘাড় মট্।