কুসুমকুমারী বসে খাতার পাতায়,
খসখসে কবির কলমে
বাজিকর বন্দরে সময়টুকুর নাম যদি দাও
দেয়ালে দেয়ালে ঢং, আজ রাতে রাতভর বৃষ্টি ভেজে
কবিতা তুমিও আজ আমাকে অন্ধ করে যাও।
গল্পটা জুড়ে আছে বোবা এ শহর
আর্শিতে কারো ছায়া ঝুলে আছে ঠিক
আপাতত কিছু জমা ফসিলের চোখ
একটা কিউট ব্রেক ইচ্ছেমাফিক।
যখন তোমার নখ, তোমার পালিত হৃদয়
কথা মতো সবুজ পাঞ্জাবীতে ইবলিস
রজনী হারায়, জানলারা মৃত কাঠ
যোগ ভাগ হতে থাকি
কি দারুণ গলে যাই গ্লুকোজের মতো
শুধু কেউ ডেকে বলেনা, ওহে কেমন আছিস?
চুপি চুপি নিভে যেতে সহবতে, নহবতে
শ্রাবণ তো সবকালে আদতে হারামি
অসুখ পেয়েছি তার আকাশে চৌচির
কুসুমকুমারীরা খাতার পাতায়
খসখসে শোকসভা সবুজ পাঞ্জাবীর।