মনখারাপের দুপুরবেলা বৃষ্টি এলো
বৃষ্টি এলো ঝমঝমিয়ে তুমুল বাঁচার
তুমুল বাঁচার জন্মযাপন ইন্দ্রধনু
ইন্দ্রধনু চক্রবালে দুই পশলার।।
কুমারী গুহার জলটি জানে নদীর কথা
নদীর কথা জীবন জুড়ে নাচায় জোয়ার
জোয়ারও তো বহ্নিদিনের মেটায় দেনা
মেটায় দেনা মত্ত বাউল পথ ইশারার।।
ডাহুক আলোয় অচেনা প্রেমের স্বভাব কথা
স্বভাব কথার গোপন আঁতাত স্নানের ঘরে
স্নানের ঘরে বানভাসিতে চোখের তারা
চোখের তারা রাতবালিশে নালিশ ছোঁড়ে।।
ছন্নভোরে চাদর সরায় নীলভ্রুকুটি
নীলভ্রুকুটি চুকিতকিত স্বপ্নডানা
স্বপ্নডানার ঘুলঘুলিটায় রৌদ্র শুকাই
রৌদ্রে শুকাই হাড় পাঁজরের মিহিনদানা।।
রাতজোছনায় ঘুঙুর বাজে রূপের বেসাত
বেসাত মানেই ওলোটপালট খন্দ খাদান
খাদান জানে ঢাল কতটা, চূড়োর হদিশ
হদিশ পেতেই এঁটো হলো দুইখানি কান।।
মন্দ আলোই লিখে দিলো সেই নামটি
নামটি খোদাই মশারি খুঁটের ফাঁসদড়িটায়
দড়ির প্যাঁচে বসন্তজ্বর আদুল গায়ে
গায়ে মাথায় ইস্কাবনের টেক্কা তাকায়।।
নিজের মতন খামখেয়ালী বৃষ্টিনুপূর
বৃষ্টিনুপূর কাহারবাতে বর্ষা মালী
বর্ষা মালী হাই হ্যালোতে আমার উঠোন
উঠোন জুড়ে রিংটোনের এক গেরস্হালী।