আড়ি ভাব আড়ি ভাব
এ স্বভাব সম্পদ কারো
কারো কারো আঙুলের দোষ
বুদ্ধি বহরে যেই না ফেলেছ পা
কোনো আপসোশ নেই, শুধুই আপোস।
সে মানুষ তুমি কিনা
কিছুই জানোনা আগুপিছু
সম্বল আঙুলটা চুকচুক চোষো
মিথ্যা পকেটে গোঁজা শানানো ছুরিতে
নিজেকে খুনের দায়ে একে ওকে দোষো।
নদী আজ নদী নয়
চলনের খুঁটে বাঁধা
অজানা সাঁতারের টোলপড়া গাল
শাড়ি এঁকে প্রিয় নারীটির ভালোবাসা
ইচ্ছেমতো চুম্বনে কার্সারের ভার্চুয়াল।
হৃদয়ের বিকিকিনি
দু'কদম ছন্দপতন
কেউ কেউ পাক্কা হারামি
উধাও হবার আগে না থাকার ভান
কৌশলি ছক্কায় মুঠো ভরাবার নাম-ই।
অবহেলা বিন্দুতে মেশা
অলীক মেঘের নীল আলো
চেনা খুব কবেকার অপমান
সেই সব ঝেড়েঝুড়ে ফের পরিপাটি
অতল গভীরে ডাক, আছে সুখটান।
মায়ামুখে জমানো মুকুল
ফুলকেয়ারিতে আশাবাদ
ফুরাতে ফুরাতে সেই কমলা আকাশ
আড়ি ভাব আড়ি ভাব পুন্যিপুকুর
অভ্যাসে বাঁচার নিপাট নগ্ন বসবাস।