মাথার দোকান, হরেক মাথা
সাদা-কালো,নারী-পুরুষ
মাথা পিছু দশলাখি ভাই
মাথার দিব্যি, কিনলে খুশ্।
মাথা খারাপ? মাথার ব্যামো?
পুরোনো মাথা পাল্টে নিন
মাথা গোঁজার মাথাও পাবেন
মোটামাথা কেবল তিন।
চুলকে মাথা,হাত বুলিয়ে
মাথায় তুলে রাখলে যাকে
আজ দিয়েছে মরণ কামড়
মাথাওয়ালার একটি ডাকে।
মাথায় মাথায় বেশতো ছিলে
মাথা কাটায় মাথায় হাত?
মাথা খেয়ে বুঝলে এবার
কিসের মাথায় ঘি'এর পাত!