আয়রে পলাশ ফাগুন দিনে
তোর শরীরের রঙ দিবিনে?
আগুন আকাশ,ছলাৎ নদী
মন হারিয়ে পালাই যদি
তোর সাথে ওই গহীন বনে?
বলবে সেও জনে জনে
"পলাশপ্রিয়া নষ্ট নারী
বলতে পারি সেই বেচারি
আর পাবেনা ঘর সংসার
না মানলে হুকুম রাজার
পুড়তে হবে আগুন শিখায়"
নষ্ট শব্দে খুব হাসি পায়
মরছে মানুষ,জ্বলছে চিতা
যে জ্বলেনি সেও সীতা
খুন,জখম আর রাহাজানিতে
এগিয়ে যারা দখল নিতে
তাদের এখন জয়জয়কার
নষ্ট লেখা ভালোবাসার
ঘর লুটে সে বসন্তরাজ
বোমায় ভরাট বাক্স,দেরাজ
জ্বলছে পলাশ চৈত্র গাছে
প্রেমের আগুন তারই আছে
আয়রে পলাশ সোহাগ নিয়ে
তোরই শুধু পলাশ প্রিয়ে।