প্লট
~অদিতি চক্রবর্তী
---------------
আজ আর অবসর নাই
অনেককালের  বিবাদের মতো
কোথাও একটানা ধীরলয়ে বাজনা বেজে চলেছে
বৃশ্চিকরাশির আমি দংশনের কারসাজি ভুলে ঘন্টাধ্বনির অপেক্ষারত।
কি যে মায়া পৃথিবীর!
অচেনা পথচারী মৃদু আলো দিয়ে ফিরে গেলো
আমাদের দীর্ঘ দূরত্বে তোমার ছবি দেখার স্পর্শসুখে কেউ একজন
বারবার এসে কাটাকুটি খেলে
আমি ক্রমাগত শূণ্যের লাইন টেনে
বাজিমাত করব বলে যেইনা গভীর রেখা কাটি
বাতিঘরে আলো নিভে যায়।

একে একে একা রোমকূপ।
একটা তিল ঠোঁট থেকে গ্রীবা হয়ে
শীতকাল নিয়ে আসে কোল আঁচলের উদাসীনতায়।
তবুও কি গল্প ফুরোয়?

কে জানে--
সবটুকু হতে পারে মিথ

মুষড়ে পরা বিনয়ে কবিতার অছিলায় লিখি গালিবের শব্দ, বিরানভূমি,অসময়ের উল্কাপাত,নাাকছাবির ঝিলিকে ইথারের টু টাং
কাকে বলি,এবার একটা লম্বা ঘুম চাই।
পুনশ্চ বলার মতো করে
একটা লাল টিপ আঁকতে গিয়ে কপালজুড়ে----
কালির শিশি উল্টে গড়াতে থাকেই
প্যানোরামা ভিউ বলে,
পুরো প্লটে আমি সবখানেতেই।