পার্বণ
অদিতি চক্রবর্তী

স্নানের খেয়াল জুড়ে বাথটব বসালেই ফেনা শুধু ফেনা
তুমিতো জানোনা,
কতটা রঙিন পেলে প্রজাপতি মেলে বসে ডানা।
মনে করো এই যে তোমার সংসার,সমাজ, মৃত্যু,অনাঘ্রাত প্রাণ
লেবুপাতা ঘ্রাণ মাখা সহোদর তোমার তুমিকে বেচে পরীর বাগান।
ধানদুধ জমে জমে গোল গোল শস্যদানা কাজলটানা শীত ভোর,
ঘরদোর জেনে নেয় নামগোত্রহীন হারাকিরি
প্রজাপতি জন্মরহস্য, নাবিকের বৈঠার জোড়।
স্নানের খেয়াল জুড়ে ঘেমে নেয়ে  কূলহীন কবির শহরে
ঠাণ্ডা চায়ের ভাঁড়ে সর হয়ে ভাসে
প্রজাপতি বীজ ঢালে পার্বণের মধ্যদুপুরে।