বিকেল বসলে এসে ছাদে
নখে রঙ করে মেলি অঞ্জলির হাত
ক্রমশ ছড়িয়ে ফের জড়ো করি পাঁচঘুঁটি
ধীরে ধীরে করতল ডানা হয়ে যায় --
পাঁকাল মাছের মতো
একরোখা নুড়ি একে একে তুলি
এই শেষ দান,
একমুঠো ঘরে তুললেই জিত
বড্ডো বেহায়া আমি,হেরে যেতে থাকি
ঘুঁটিকে ফুঁসলে নেয় হাওয়া
আমার হাতে দুরন্ত বৈশাখী।