পলাশগাথা / অদিতি চক্রবর্তী
**********************
ফাল্গুনে,কালগুনে বসে আছো পলাশের ফুল
আমূল পোড়াতে চাও অচেনা বিকালে ?
অরণ্যবাতাস ছুঁয়ে এই আমি দাঁড়িয়েছি দেখো
বিবর্ণ দেহাত নিয়ে নেশারু আঁচলে ।
অশ্লীলতা চুঁইয়ে যায় নফরের ডিঙা
আবীরে সেজেছে দেখো বাউল আকাশ
রাধাকৃষ্ণ গন্ধ ভাসে দোলমঞ্চ ঘিরে
এই তবে যাপনের উষ্ণ নিঃশ্বাস !
অধরের মোম গলে প্রেমের আগুনে
সন্ধ্যা ,আরতি জ্বালে অগ্নি সংলাপে
চন্দন ধূপে তার সুবাতাস ডাকে
দৃশ্য বাস্তব পায় ইমন আলাপে ।
ছান্দসিক ওগো, আমি বেতাল শ্রোতা
জানি সত্য আকাশের পরিচিতি রঙ
যত খুঁটিনাটি রাখি প্রণামে তোমায়
প্রসাধন সেরে নাও এবেলা বরং
মাদলে ঝুমুর নাচে আদিবাসী মেয়ে
আনত খোঁপাটি তার মেঠোপথ ডাকে
শিথিল শরীরে লেখা আঁটোসাঁটো গান
প্রখর পলাশদিন ভাষাহীন রাখে ।