আচ্ছা রে শোন,ও নানিরা
এখনও কি খটাস করে চটির ডগা ঠুকিস?
ঘাড় বেঁকিয়ে মকসো করিস?আঁচল ফেলে ঝুঁকিস?
ও নানিরা,
এখনও কি সিঁড়ি পেলে,পিঁড়ি পেলে গোড়ালিটা বাড়াস?
লালচে ঠোঁটের মিঠা টকে কানের লতি চাখাস?
আমি যখন লিখে রাখা নাম মুছেছি
তোর কোমরের সায়ার গিঁঠের দাগ ভুলেছি
ভুল কোকিলের কুহুরবে আছাড় খেয়ে
অস্থায়ী দ্বীপ জেনেবুঝে স্রোত ভাঙিয়ে
তুই তখনও বধ্য হতে অবোধ ছিলি
আঁকশী মেলে,শেকড় খুলে এগিয়ে দিলি
নীলরঙের লালপাখিটা আমার খাঁচায়
সেই অবধি তাথৈ নেচে ক্ষীরের ধারায়
জলের সেতার বাজিয়েছিলাম বিজাতি ভাষায়।
শোন নানিরা,
এরপরে আর না পারলাম ছাই ঝাড়তে
না পারলাম ডুবকি দিতে জলঙ্গীতে
ভুল কোকিলের নখের ধারের আঁচড় দাগে নিতাই হলাম।
আচ্ছা রে শোন,
বেশ করেছিস উপড়ে ফেলে পুত্তলিকা
ও নানিরা, একমাত্র সারথি পারে যা খুশী তা।