শিশুর মতো সহজ আমি
বাদবাকী সব ঘোড়েল
কেউ দেয়না আমার মতো
তেলা মাথায় তেল।
মিটমিটে সব পাজীর দলে
একা আমিই ভালো
যদিও মন্দ লোকের কথায়
বিষম "ঘাগু মাল"ও।
দলাদলি চাইনা মোটে
থাকি তো পাঁচতারায়
পরের মাথায় কাঁঠাল ভাঙে
পাজীর পা- ঝাড়ায়।
আমায় যারা বোঝেনা তারা
বদমাইশ এর ঝাড়
বিপ্লব কি এমনি আসে
শুয়ে, বসে আমার?
ঘাড় নাড়াই হাওয়া বুঝে
সে কি আমার দোষ?
কাজ ফুরোলে মানুষ মারি
নইলে গড়ি পাপোষ
লোকদেখানো কাজ করিনা
লোকেই করে কাজ
নিজের ঢাক নিজে পেটাতে
বলোতো কোথায় লাজ?
একটুখানি নুনি শাকে
ছটাক ঘি দিই ভাতে
নিন্দুকেরা দেখে কেবল
মাংস নাচতে পাতে।
বড়াই আমার একটুও নেই
রঙ বোতলেই মুখ
কন্যাসমা মেয়ে দেখলেই
জড়িয়ে ধরতে সুখ।
জলের মতো বুঝতে পারি
সেয়ানা সব লোক
দক্ষিণাটি দিলেই বলি
তোদের ভালো হোক।
আবার কি বলবে আমায়
সুযোগসন্ধানী?
আম পাকিয়ে কাঁঠালসত্ব
আমি কেবল জানি।