নজরুল
ডাল ভুল
করে দুলেছিলো বুলবুল
সেই গান দিয়েছিলো নাড়া
তারপর গানভাসি দোলনায় গোটা পাড়া
খুকী হয়ে খাইয়েছি কাঠবেড়ালীকে নিজ হাতে
কিশোরী বেলায় পরবাসী মেঘ সাজে বৃষ্টির সাথে।

বিদ্রোহী জেগে ওঠে বারবার যাপনের আঁধারের খাঁজে
খাটের গোপন কোন ঢাকা বালিশের ভাঁজে
ধর্মের বুকে পেরেকে ঠুকেছো গান
রক্তে নেশা উথলেছে অফুরান
"গাহি সাম্যের গান"
সাহিত্যের থাম
প্রণাম।।🙏