রাতে,দরজাতে
কেউ আসে,চুপিসারে লিখে যায় নাম
যদি জানতাম--
কাছে,নদী আছে
কড়ে আঙুলে আড়ি দিয়ে যাওয়া যায়
বিনা তোয়াক্কায়--
নোয়া,বেপরোয়া
গুটিয়ে নিতাম পাততাড়ি আঁধারে
উপসংহারে --
হার,কবেকার
লেখা হতো,এক বোকা রোজ আসে
শ্মশানের পাশে---
মাখে,ফুলশাখে
রাতচরা পাখি হয়ে তীব্র রজন
দরজার কোন--
রোজ,শুধু খোঁজ
কেটে কেটে লিখে যায় মুছে যাওয়া নাম
যদি জানতাম---