সভ্যতা আজ এগিয়ে চলেছে পাঁজরের সিঁড়ি বেয়ে ।
দেশকে ভালোবাসবো আমি ইলিশভাঁপা খেয়ে।
দেশের মাঝে বিদেশ ঢুকে
খেলছে এখন সব মুলুকে
নিত্যনতুন বাড়ছে বিষের দাঁত
নিউজ চ্যানেল অংক খাতা
উত্তর সব ব্যাঙের মাথা
সব সমাধান চলকে গেছে হাত।
এই ধরেছি,এইতো কাবু
ভাবতে গিয়ে পাড়ার হাবু
হোমিও,এল্যো,আয়ুর্বেদে
যা পেলো সব আনলো বেঁধে
সকাল,বিকেল,সন্ধ্যে,রাতে
কমছে মানুষ যন্ত্রণাতে
বাঁচবো বলে জপছি হরি
আজকে আছি কালকে পরী
স্বপ্ন দেখেও কান্নাকাটি রোজ
কানে তুলো এঁটে খাচ্ছি ভোজ
নিশ্বাসে বিষ তাও ঢুকেছে, লুকিয়ে থাকছি তাই
কারকি এলো,কারকি গেলো সংখ্যা মুছে যাই।
~~ অদিতি চক্রবর্তী