গুচ্ছ মরণ ঝুলছে ডালে
তুচ্ছ হয়ে শাল,পিয়ালে
শোধরানো যায় ভুল,অন্যায়
আফশোসে বা অন্তরালে।
কষ্টের আর দোষ কি বলো?
স্পষ্ট কথার বিষটা ঢালো
কান দু'খানা চিল না নিলেও
তার পেছনে ছুটলে ভালো।
গন্ধ ছড়ায় পাঠশালাতে
বন্ধ মগজ ডাল ও ভাতে
শূন্য কেবল আঁক শিখলেই
স্বজন ঘরের বরাত খাতে।
লগ্ন যখন ভুল প্রহরে
মগ্ন থেকে শূলেও চড়ে
শাঁখা,সিঁদুর,পলার জীবন
একলহমায় ঘূর্ণিঝড়ে।
হাহা,হোহো,ভ্যাঁ এর আলাপ
ডাহা মিথ্যা সুখের প্রলাপ
এক নাটকের চলন থেকে
যাত্রাপালার হিট সংলাপ।
গুচ্ছ মরণ হাসছে ডালে
পুচ্ছ তুলে সুর ও তালে
এক জীবনেই বইতে থাকে
হাজার জীবন দুলকি চালে।